মেহেরপুরে গির্জার কোয়ার্টারে ডাকাতি, আটক ৪

মেহেরপুরের মুজিবনগরের ভবেরপাড়া ক্যাথলিক গির্জার কোয়ার্টারে ডাকাতি হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন গির্জার প্রহরী ব্রনো মণ্ডল ও হারা মণ্ডল, ভবেরপাড়া গ্রামের বিকাশ মণ্ডল ও বাগোয়ান গ্রামের ফারুক হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে তালা ভেঙে গির্জার সিস্টার কোয়ার্টারে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। তারা সিস্টার মমতা মণ্ডল ও মাদার তেরেজার হাত-পা বেঁধে লুটপাট চালায়।
ওই সময় দেড় লক্ষাধিক টাকা লুটে নিয়ে কোয়ার্টার এলাকা ছাড়ে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল গির্জার আশপাশের এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে চারজনকে আটক করে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, ডাকাতির সঙ্গে নৈশপ্রহরীরা জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক দুই ‘ডাকাত সদস্য’কে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।