রাজশাহী সিটির সাবেক মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ সোমবার সকালে রাজশাহী মহানগর হাকিম মোহাম্মদ মিজানুর রহমান সরকারি কাজে বাধাদানের মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ দলটির ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২২ এপ্রিল সরকারবিরোধী আন্দোলন চলাকালে নগরীতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় মামলা করে পুলিশ। এ মামলায় সকালে রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদাসহ ১৭ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন রাজশাহী মহানগর হাকিম। আসামিদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র বুলবুল আদালতে উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।