জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

শরীয়তপুর-জাজিরা মহাসড়কের পূর্ব নাউডোবা এলাকার গনির মোড় নামক স্থানে আজ মঙ্গলবার নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী ও নসিমনের যাত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে জাজিরা উপজেলার ওসিমুদ্দিন মাদবকান্দি এলাকার ফজলু বেপারীর ছেলে খোকন বেপারী (২৫) মঙ্গলমাঝির ঘাট থেকে রূপবাবুর হাটে যাওয়ার জন্য রওনা দেন। পথে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পূর্ব নাউডোবা এলাকার গনির মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক খোকন বেপারী (২৫) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহত খোকনের চাচাতো ভাই মোটরসাইকেল আরোহী ফারুক বেপারী ও নসিমনের যাত্রী আবু বকর বেপারীসহ তিনজন মারাত্মক আহত হন।
আহত ফারুক ও আবুবকরকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নিতে বলেন। অপর আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।