জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
জামালপুরের মেলান্দহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মেলান্দহ উপজেলার আদ্রা কোঠের বাজারে মালবাহী ভটভটির সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বংশী বেলতৈল গ্রামের আবদুল হাই (৭০) নামের এক যাত্রীর মৃত্যু হয়।
এদিকে বিকেলে মাহমুদপুর ইউনিয়নের নোয়ারপাড়া এলাকা বালুবোঝাই ট্রাক্টর উল্টে ট্রাক্টর চালক রুমান (২০) ঘটনাস্থলেই মারা যান। নিহত রুমান মেলান্দহ উপজেলার ইমামপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে।
মেলান্দহ থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।