কুড়িগ্রামে জাপা নেতার প্রকৃত খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/08/photo-1457456199.jpg)
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জে জাতীয় পার্টির (জাপা) নেতা আতিকুর রহমান রাজার প্রকৃত খুনিদের বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মাদারগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল শেষে মাদারগঞ্জ-কুড়িগ্রাম সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে গাবতলা প্রাথমিক স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী।
সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, নাগেশ্বরী পৌরসভার মেয়র আবদুর রহমান, কেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াজিদুল কবির রাশেদ, বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আবদুল জলিল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, আতিকুর রহমান রাজা হত্যায় অভিযুক্ত মূল আসামিদের বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। অবিলম্বে অভিযোগপত্রে মূল আসামিদের নাম অন্তর্ভুক্ত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
গত বছরের ৭ অক্টোবর রাতে দুর্বৃত্তের হাতে খুন হন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমানের ভাই ও জাতীয় পার্টির নেতা আতিকুর রহমান রাজা। এ ঘটনায় নিহতের ছোট ভাই প্রভাষক আজিজুর রহমান রানা কচাকাটা থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মূল অভিযুক্তদের বাদ দিয়ে গত ৫ মার্চ অভিযোগপত্র দাখিল করে বলে বাদীপক্ষ অভিযোগ করেছে।