চট্টগ্রামে হিমেল হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে স্কুলছাত্র হিমেল দাশকে অপহরণের পর হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মাহামুদুল ইসলাম, সুনীল দাশ, মিজানুর রহমান, নজরুল ইসলাম, মো. সেলিম ও হোসেন সাগর।
একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন কারাগারে ও দুজন পলাতক।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ৮ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের চার দিন আগে নিখোঁজ হয় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিমেল দাশ। আসামিরা পূর্বপরিচয়ের সূত্র ধরে হিমেলকে অপহরণ করে বান্দরবানে নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় হিমেলের বাবার দূরসম্পর্কের এক ভাইও জড়িত ছিলেন। পরে মুক্তিপণ না পেয়ে হিমেলকে হত্যা করে অপহরণকারীরা।
এ ঘটনায় নগরীর ডবলমুরিং থানায় হিমেল দাশের মা বাদী হয়ে একটি মামলা করেন। পরে ১৪ মে বান্দরবানের নাগাঝিরি পাহাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
দীর্ঘদিন শুনানি ও ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ ছয়জনকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন আদালত।
২০১১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে জানা যায়, নিহত হিমেল জিপিএ ৫ পেয়েছে।