ট্রাক চাপা দিয়ে ২ পুলিশ ‘হত্যার’ প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের কানসাট পল্লী বিদ্যুতের সামনে ট্রাকের চাপায় পুলিশের দুই সদস্য হত্যার প্রতিবাদে আজ বুধবার শিবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে কানসাট পল্লী বিদ্যুৎ মোড়ে কমিউনিটি পুলিশ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহমেদ, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান।
সমাবেশে বক্তারা মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলাসহ দুই পুলিশ সদস্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
শিবগঞ্জ থানার পুলিশ জানায়, গত ৩ মার্চ ভোর সোয়া ৫টার দিকে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ছাদেকুল ইসলাম ও শিক্ষানবিশ সার্জেন্ট আতাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে একটি মাদকবাহী ট্রাককে থামার সংকেত দেন। কিন্তু ট্রাকচালক সংকেত অমান্য করে তাঁদের চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিনই ট্রাকচালক সিরাজ মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।