চট্টগ্রামে আওয়ামী লীগের হরতালবিরোধী সমাবেশ

চট্টগ্রাম নগরীর দারুল ফজলে দলীয় কার্যালয়ের সামনে আজ বুধবার সমাবেশ করে আওয়ামী লীগ। ছবি : এনটিভি
চট্টগ্রামে হরতালবিরোধী সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। আজ বুধবার দুপুরে নগরীর দারুল ফজলে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হরতালবিরোধী সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, অ্যাডভোকেট সুনীল সরকার, অমল বোস ও ইফতেখার সাইমুল বক্তব্য দেন।
সমাবেশে এ বি এম মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, জামায়াতের অনেক লোক আওয়ামী লীগে প্রবেশ করে সাময়িকভাবে নানা সুযোগ-সুবিধা নিচ্ছে।