যশোরে তেল-গ্যাস রক্ষা কমিটির সমাবেশে বাধা

তেল-গ্যাস-খনিসসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিকে যশোর শহরে সমাবেশ করতে দেয়নি পুলিশ। ফলে যশোর শহরের প্রবেশমুখ পালবাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করতে হয়েছে সংগঠনটিকে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যশোর পালবাড়ি মোড়ে পৌঁছায় জাতীয় কমিটির ‘জনযাত্রা’। পরে কমিটির সদস্যরা যশোর শহরে সমাবেশের প্রস্তুতি নেয়। কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয়।
পালবাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘যেহেতু সুন্দরবন বাংলাদেশকে বাঁচায়, তাই সুন্দরবনকে বাঁচানো আমাদের নৈতিক দায়িত্ব।’ তিনি বলেন, সুন্দরবন বাঁচানোর এ লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে।
কমিটির যশোর জেলার সদস্য সচিব মাহমুদ হাসান বুলু জানান, জনযাত্রায় অংশগ্রহণকারীরা শুক্রবার রাতে যশোর শহরে অবস্থান করবেন। শনিবার সকালে তাঁরা খুলনা ও বাগেরহাটের উদ্দেশে রওনা হবেন।
মাহমুদ হাসান বুলু আরো বলেন, যশোর শহরের টাউন হল মাঠে জনযাত্রার সমাবেশ করার জন্য পুলিশ সুপারের (এসপি) কাছে আবেদন করা হলেও সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
এর আগে দুপুর ১টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাই স্কুলে পৌঁছে জাতীয় কমিটির জনযাত্রা। এরপর দুপুর আড়াইটার দিকে জেলা শহরে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় আনু মোহম্মদ বক্তব্য দেন। তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে মানুষের পক্ষে এই বার্তাটি দিতে যাচ্ছি যে, আমাদের সবারই মহা বিপদ আসন্ন। এই মহা বিপদ তৈরি করছে কিছু দৃর্বৃত্ত গোষ্ঠী এবং তাদের প্রতিনিধি হিসেবে সরকার জনগণের মুখে জেনেশুনে বিষ ঢেলে দিচ্ছে।’