শরীয়তপুরে ট্রাকভর্তি ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ, আটক দুই

শরীয়তপুরের সখিপুরের নরসিংহপুর ফেরিঘাট থেকে একটি ট্রাকভর্তি ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে এ সময় দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ট্রাকটির চালক মিজান ফরাজী (২৬) ও তাঁর সহকারী মো. রিপন মোল্যা (১৬)। তাঁদেরসহ ট্রাকটিকে পুলিশ সখিপুর থানায় নিয়ে গেছে।
পুলিশ জানায়, যশোর থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে গতকাল রাতে চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট এলাকার নরসিংহপুরে পৌঁছায় একটি ট্রাক। এ সময় টহল পুলিশের একটি দলের সন্দেহ হলে ট্রাকটি আটকে এর চালককে জিজ্ঞাসাবাদ করে। চালক ট্রাকে ভারতীয় শাড়ি ও থ্রিপিস থাকার কথা স্বীকার করে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আকন্দ জানান, যশোরের লিটু বেগমের নামে পণ্যগুলো যাচ্ছিল। এগুলোর সঙ্গে একটি চালানপত্র (মেমো) পাওয়া গেছে। আটক হওয়া পণ্যগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে।
ওসি আরো বলেন, পণ্যগুলো অবৈধ পথে আনা হয়েছে কি না যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।