ফেনীতে ট্রাকে পেট্রলবোমা, দগ্ধ ৫

ফেনী-মাইজদী সড়কের দাগনভূঞা উপজেলার মাতুভূঞা এলাকায় চলন্ত পিকআপ ভ্যানে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির চালক, হেলপারসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
বোমায় আহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের চালক ইউসুফ (৫৫), হেলপার রবিউল (১৬), যাত্রী আবুল হোসেন (৪৯), ওয়াসিম (২৮) ও রোকন (২৪)। তাঁদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে ইউসুফ, আবুল ও ওয়াসিমের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লার নিমসার থেকে মাছবাহী পিকআপ ভ্যানটি নোয়াখালীর বসুরহাটের উদ্দেশে যাচ্ছিল। মাতুভূঞা এলাকার ব্রিজের পশ্চিম পাশে দুর্বৃত্তরা পিকআপ ভ্যানে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ভ্যানটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন দগ্ধদের ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে দ্রুত চিকিৎসা শেষে তাঁদের ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়েজ আকবর এনটিভি অনলাইনকে বলেন, পাঁচজনের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
হামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে হামলাকারীদের গ্রেপ্তার কিংবা চিহ্নিত করতে পারেনি।
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।