গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে একজন নিহত

গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে আকতার মোল্লা (৫৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার আদমপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ইকতার মোল্লা (৪৫) ও ইলিয়াস মোল্লা (৪০)। তাঁরা নিহত আকতার মোল্লার ভাই। তাঁদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, নিহত আকতার মোল্লার ছোট ভাই ইকতার মোল্লার সঙ্গে তাঁর ভায়রা একই গ্রামের বিল্লাল মোল্লার পারিবারিক কোন্দল চলে আসছিল। বিষয়টি শোনার জন্য আকতার মোল্লা কথা বলতে গেলে বিল্লাল মোল্লা ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালান। তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আকতার মোল্লা। এ সময় আক্তার মোল্লার দুই ভাই ইকতার মোল্লা (৪৫) ও ইলিয়াস মোল্লা (৪০) হামলা ঠেকাতে গেলে তাঁরাও আহত হন।
এ ঘটনায় ফায়েক মোল্লা নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ সকালে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।