চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন পরিষদের দায়িত্ব গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত পরিষদ আজ সোমবার দায়িত্ব গ্রহণ করেছে। নির্বাচিত মেয়র জামায়াত নেতা নজরুল ইসলাম সাময়িকভাবে বরখাস্ত হওয়ায় একই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নেন প্যানেল মেয়র সাইদুর রহমান।
নির্বাচন সম্পন্নের প্রায় আড়াই মাস পর দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণকারী প্যানেল মেয়র সাইদুর রহমান।
অনুষ্ঠানে নবনির্বাচিত পরিষদ পৌরসভার সার্বিক উন্নয়নে এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়তে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম মেয়র নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালতে গ্রহণ হওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে। এরপরই নতুন পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হলো।