মৎস্য ক্যাডারে প্রাণিবিদ্যার অন্তর্ভুক্তি বাতিলের দাবি

বিসিএস মৎস্য ক্যাডারে সহকারী উপ-পরিচালক পদে প্রাণিবিদ্যাকে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট ও কালো ব্যাজ ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফিশারিজ সমিতি। আজ সোমবার ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরে এ প্রতিবাদ জানায়।
অবস্থান ধর্মঘটে ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসকিন পারভেজের সঞ্চালনায় বক্তব্য দেন রাবি ফিশারিজ সমিতির সাধারণ সম্পাদক কাজী আবু মাসুম, বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী নাসিরুদ্দিন বাবলা, রাবেয়া বিনতে, নাজমুল হক, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।
এ সময় মোস্তাফিজুর রহমান বলেন, ‘এর আগে বিসিএসের উপ-সহকারী পরিচালক (মৎস্য) পদে শুধুমাত্র ফিশারিজ বিভাগ থেকেই ক্যাডার নিয়োগ হতো। কিন্তু ৩৭ তম বিসিএস এ পিএসসি (বাংলাদেশ সরকারি কর্মকমিশন) সম্পূর্ণ অযৌক্তিকভাবে প্রণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করেছে।’
মোস্তাফিজুর রহমান আরো বলেন, ‘ফিশারিজ বিভাগ থেকে অনার্স, মাস্টার্স করে মৎস্য বিষয়ে যে জ্ঞান অর্জন করা হয়, অন্য বিভাগে পড়ে তা সম্ভব নয়। তাই এ ক্যাটাগরিতে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের নেওয়া হলে দেশের মৎস্যখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে। পাশাপাশি যোগ্যরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।’
ধর্মঘটে বক্ততারা ৩৭তম বিসিএস পরীক্ষার আগে নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে পূর্বের আইন বহাল রাখার দাবি জানান। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
এর আগে গত ৬ মার্চ পিএসসির এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করে রাবি ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা।