জামালপুরে জামাই মেলা শুরু
জামালপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ঝাওলা গোপালপুরের জামাই মেলা। প্রায় ২০০ বছর ধরে চলে আসা এই মেলাকে ঘিরে চারটি ইউনিয়নের শতাধিক গ্রামে গেরস্থের বাড়িতে বাড়িতে এখন মেয়ে-জামাই নিয়ে চলছে উৎসবের আমেজ।
সদর উপজেলার ঝাওলা গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার পহেলা চৈত্র থেকে শুরু হয় জামাই মেলা। মেলা কমিটির যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম জানান, মূল মেলা তিনদিনের হলেও দূর-দূরান্ত থেকে আসা আসবাব, গেরস্থসামগ্রীর বেচাবিক্রির স্বার্থে এই মেলা চলবে এক সপ্তাহ পর্যন্ত।
মেলাকে ঘিরে পূর্ব জামালপুরের বাঁশচড়া, নরুন্দি, ইটাইল, ঘোড়াধাপ ইউনিয়নের শতাধিক গ্রামে এখন চলছে উৎসবের আমেজ। এসব গ্রামের গেরস্থরা মেলা উপলক্ষে নাইওর নিয়ে এসেছে মেয়ে-জামাইকে। মেলা চলাকালীন মেয়ে-জামাইকে নানা উপহার, সালামি দেওয়া ছাড়াও নানা ধরনের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়।
এই উৎসব আনন্দে যোগ দিতে দূরে বিয়ে দেওয়া মেয়ে আর জামাইরা অপেক্ষায় থাকেন সারা বছর। মেলা উপলক্ষে শ্বশুরবাড়ি এসে জামাইরা মন ভরে উপভোগ করেন শ্বশুরবাড়ির আদর-আপ্যায়ন আর মেলার আনন্দ। সঙ্গে থাকে নাতি-নাতনিরাও।
এবার বিশাল এলাকা জুড়ে বসা এই মেলায় গ্রামীণ ঐতিহ্যের সবকিছুর সঙ্গে গেরস্থের প্রয়োজনীয় তৈজসপত্র, ফার্নিচার ছাড়াও ঐতিহ্যবাহী গোপালপুরের বিখ্যাত নানা রকমের মিষ্টির পসরা নিয়ে বসেছেন দোকানিরা।
প্রায় ২০০ বছর আগে এই মেলার প্রচলন করেছিল এই অঞ্চলে বসবাসকারী সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা। ভারত বিভক্তির আগ পর্যন্ত বারুনি স্নান উপলক্ষে এখানে বসতো চৈত্র মেলা। সেই থেকে প্রতিবছর চলে আসছে এই মেলা। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই মেলা পরিচিতি পেয়েছে জামাই মেলা হিসেবে।