ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/16/photo-1458140246.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরে নদীতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রতনপুর গ্রামে বেমালিয়া নদী থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার থেকে তারা নিখোঁজ ছিল।
নিহত তিন শিশু হলো সুলতানা (৭), রাজা (৬) ও বাদশাহ (৪)। তারা সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের শওকত আলীর সন্তান। তাদের মা সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে নয় মাস আগে লেবাননে গেছেন। ময়নাতদন্তের জন্য তাদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার রতনপুর গ্রামে বেমালিয়া নদীতে তিন ভাইবোন গোসল করতে যায়। এ সময় ভাই রাজা পানিতে ডুবে গেলে আরেক ভাই বাদশা তাকে উদ্ধার করতে যায়। সেও পানিতে তলিয়ে যাওয়ার পর বোন সুলতানাও পানিতে তলিয়ে যায়।
শওকত আলী জানান, ২০ দিন আগে তাঁর তিন শিশুসন্তান নাসিরনগরে রতনপুরে তাদের ফুফুর বাড়ি বেড়াতে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করা হয়। আজ দুপুরে সুলতানার লাশ নদীতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে এলাকাবাসী জাল ফেলে শিশু বাদশা ও রাজার লাশ উদ্ধার করে।
শওকত আরো বলেন, এলাকায় তাঁর কোনো শত্রু নেই, যারা তাঁর সন্তানদের হত্যা করবে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে পানিতে ডুবে শিশুদের মৃত্যু হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, ‘শিশুদের মৃত্যুর পেছনে কোনো রহস্য থাকলে, তা তদন্ত করে বের করা হবে।’
জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম নিহতদের পরিবারকে ১০ হাজার আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন।