জেলায় ব্যালট যাচ্ছে শুক্রবার

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল শুক্রবার নির্দিষ্ট জেলাগুলোতে পাঠানো হবে ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী।
নির্বাচন কমিশনের উপসচিব রকিবউদ্দীন মণ্ডল জানান, প্রথম ধাপে ইউপি নির্বাচনের ব্যালট পেপার ছাপানো হয়েছে। শুক্রবার সকাল থেকে জেলা নির্বাচন কর্মকর্তারা পাঁচটি প্রেস (বিজি প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, আর্মি প্রিন্টিং প্রেস ও বিএমটিএফ প্রেস) থেকে ব্যালট পেপার সংগ্রহ করবেন। ব্যালট পেপারের সঙ্গে তাঁরা সিল, গালা, দড়ি, ব্যাগসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী সংগ্রহ করবেন। পরে ভোটের আগের দিন জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তা সংশ্লিষ্ট এলাকার প্রিসাইডিং কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাবেন।
রকিবউদ্দীন জানান, প্রথম ধাপের নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের জন্য প্রায় সাড়ে চার কোটি ব্যালট পেপার ছাপিয়েছে কমিশন। চেয়ারম্যান পদের জন্য সাদা, ১২টি প্রতীকসহ সাধারণ সদস্য পদের জন্য সবুজ ও ১০টি প্রতীকসহ সংরক্ষিত সদস্য পদের জন্য গোলাপি ব্যালট ব্যবহার করা হবে।
ইসির ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে ২২ মার্চ, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭ মে, পঞ্চম ধাপে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৪ জুন ভোট হওয়ার কথা রয়েছে।