জুনে উদ্বোধন হবে ঢাকা-ময়মনসিংহ চার লেন : ওবায়দুল কাদের

ঠিকাদারের গাফিলতির কারণে গত জুনে ঢকা-ময়মনসিংহ চার লেন আনুষ্ঠানিক উদ্বোধন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আশা করি আগামী জুন মাসে এ সড়ক উদ্বোধন করা হবে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভরাডোবা নামক স্থানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা-ময়মনসিংহ চার লেনের সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য, সেনা কর্মকর্তা, সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক নির্মাণে বিলম্বকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়নি, তবে তাদের অন্য কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে না। এটাও বড় শাস্তি। তারা মামলা করেছিল, হেরে গেছে। চলমান কাজ শেষ হলে তাদের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপির কাউন্সিল নিয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আমার দুই পাশে সেনাবাহিনীর সদস্যরা আছেন, তাদের সামনে কিছু বলব না।’
বাংলাদেশ ব্যাংকের টাকার বিষয়ে প্রশ্ন করা হলে সেতুমন্ত্রী বলেন, ‘সরকার এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে। আরো কিছু ব্যবস্থা বাকি রয়েছে। সেটাও নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেই নৈতিক সাহস দেখিয়ে পদত্যাগ করেছেন, এটাও তো একটি বিরল দৃষ্টান্ত।’
এরপর মন্ত্রী ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। সেখানে তিনি বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী ও শিশু দিবসে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় অংশ নেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মোহিত উল আলম।