অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ আ.লীগ প্রার্থীর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/18/photo-1458288081.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল করিম খান সাজুর অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার ভোরে ইউনিয়নের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে প্রার্থী জিয়াউল করিম খান সাজু জানান, ভোরে বিএনপির প্রার্থী মো. মিজান খানের লোকজন সোহাগপুর এলাকার সাত ও আট নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়। এ সময় নির্বাচনী পোস্টার, ব্যানারসহ আসবাবপত্র পুড়ে যায়।
সাজু আরো বলেন, ‘নির্বাচনে আমাকে বাধাগ্রস্ত করতে এবং কর্মীদের আতঙ্কিত করতে বিএনপির লোকজন এ হামলা চালায়।
বিএনপি প্রার্থী মিজান খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জিয়াউল করিম খান সাজুর ভরাডুবি হবে এটা আগেই বুঝতে পেরে আমার ভোটার ও কর্মীদের হয়রানি করার জন্য তিনি নিজেই আগুন লাগিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন। আমি সুষ্ঠু তদন্ত দাবি করছি।’
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, দুর্গাপুরে আগুনের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।