সুনামগঞ্জে তিন বিএনপি নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় জেলা বিএনপির সদস্য ওয়াকিপুর রহমান গিলমান, আবুল মুনসুর শওকত এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে শহরের হাসননগরের মরাটিলা রোডের বাসা থেকে শওকতকে, ষোলঘরের কাজীর পয়েন্টের বাসা থেকে আকবরকে এবং ওয়েজখালী এলাকার গুলবাগ আবাসিক এলাকার বাসায় অভিযান চালিয়ে গিলমানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ এনটিভি অনলাইনকে জানান, তিন বিএনপি নেতাই গত ৫ ও ৮ ফেব্রুয়ারি পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলার আসামি।