নওগাঁয় ‘বিদেশি অস্ত্র’সহ আটক ১

নওগাঁর সাপাহারে এক বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ অভিযোগে দোস্ত মোহাম্মদ সেন্টু (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাবের দাবি আটক সেন্টু একজন অস্ত্র ব্যবসায়ী।
আজ শুক্রবার উপজেলার দীঘিরহাট আলীনগর এলাকা থেকে সেন্টুকে আটক করে র্যাব। আটক সেন্টু উপজেলার কামাশপুর গ্রামের বাসিন্দা।
র্যাব ৫-এর জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা যায়, সেন্টু নামের ওই ব্যক্তি পিস্তল নিয়ে দীঘিরহাট এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন গোপন সংবাদ পেয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পের মেজর আরাফাত ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে র্যাব সদস্যরা সেন্টুকে আটক করেন এবং তাঁর দেহ তল্লাশি করে শরীরের মধ্যে বিশেষ কায়দায় রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব ক্যাম্পে নিয়ে যান।
র্যাব জানায়, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘ দিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। এ ব্যাপারে সাপাহার থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।