চিতলমারির ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ

বাগেরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে চিতলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদ হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । আজ শুক্রবার এ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
চিতলমারি উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের বিষয় নিয়ে বিভিন্ন ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন প্রভাব বিস্তার করছিলেন। একপর্যায়ে গত ৬ মার্চ বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়।’
রাজিবুল হাসান জানান, এরই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্বাচন কমিশন চিতলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার বা অন্যত্র বদলির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। তারা বিষয়টি দেখবেন।’