প্রযুক্তিতে পৃথিবী এগিয়ে গেলেও পিছিয়ে বাংলাদেশ : বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বলেছেন, ‘প্রযুক্তির দিক থেকে পৃথিবী এগিয়ে গেলেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। সাইবার সিকিউরিটি প্রকল্প গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়নে কাজ না করা গেলে, বিশেষ করে রাষ্ট্রের নীতিনির্ধারকদের সঙ্গে প্রকল্প বাস্তবায়নকারীরা একসঙ্গে কাজ না করে আমরা পিছিয়ে যাব। আর সে কারণে দেশে সাইবার নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না।’
আজ শনিবার (২৪ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত তিন দিনব্যাপী সাইবার সিকিউরিটি সম্মেলন ‘ফিনিক্স সামিট ২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মো. এমদাদ উল বারী এসব কথা বলেন।
এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টা থেকে শুরু হয় এই সম্মেলনে। ‘ব্লু ডে’, ‘এন্টারপ্রাইজ ডে’ ও ‘রেড টিমিং ডে’ শিরোনামে তিন দিনের এই সম্মেলনে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের সাইবার কর্মীরা অংশ নেন।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, সাইবার সিকিউরিটি নিয়ে যদি রাষ্ট্রের পলিসি লেভেলে কাজ না করে তাহলে নিরাপদ প্রযুক্তি দিক থেকে পিছিয়ে যাবে দেশ।
মো. এমদাদ উল বারী আরও বলেন, প্রযুক্তির এই ধরনের মেলায় (ফিনিক্স সামিট সম্মেলন) সাইবার সিকিউরিটি নিয়ে আরও কাজ করা উচিত। টেকনোলজির উৎকর্ষ ঘটলেও প্রযুক্তি ব্যবহার এবং নিরাপত্তার বিধিমালার বিষয়ে আমাদের অনেক ঘাটতি রয়েছে । তাই প্রযুক্তির এই ধরনের মেলা আরও আয়োজন করা উচিত।