জঙ্গিবাদের বিরুদ্ধে ওলামাদের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান ইসরাফিলের

নওগাঁর রক্তাক্ত জনপদখ্যাত রানীনগর ও আত্রাই উপজেলায় সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইমাম, মুয়াজ্জিন, ওলামা-মাশায়েখদের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। তিনি বলেন, ইসলাম ধর্মের মর্মবাণীর আলোকে সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মের নামে অশান্তি, হিংসা, বিদ্বেষ, হানাহানি, রক্তপাত, নরহত্যা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাজের ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে।
আজ শনিবার দুপুরে রানীনগরের বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, ওলামা, মাশায়েখদের এক সমাবেশে ইসরাফিল আলম এসব কথা বলেন।
রানীনগর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুস আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রানীনগর ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোজাফ্ফর হোসেন, চকাদিন কওমি মাদ্রাসার সুপার মুফতি আবু বক্কর সিদ্দিক, হাফেজ আবদুল আলিম, পারইল দাখিল মাদ্রাসার সুপার বেলাল হোসেন, কয়াকঞ্চি মাদ্রাসার সুপার আবু বক্কর সিদ্দিক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আকবর হোসেন প্রমুখ। সমাবেশে রানীনগর উপজেলার ৩৮৭টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার ওলামা-মাশায়েখরা উপস্থিত ছিলেন।
তিনি বরেন, আবারো রানীনগর-আত্রাই উপজেলায় সন্ত্রাসবাদ-জঙ্গীবাদ মাথা চাড়া দিতে চাইলে কঠোর হস্তে দমন করার জন্য ইমাম, মুয়াজ্জিন, ওলামা, মাশায়েখদের প্রতি আহবান জানান।