ব্যারিস্টার শাকিলাসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে র্যাব-৭।
র্যাব ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমিরুল্লাহ জানান, আজ রোববার চট্টগ্রামের বাঁশখালী আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।
জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডে অর্থায়নের অভিযোগে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও তাঁর সহযোগী দুই আইনজীবী অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনকে নাম উল্লেখ করে ২৮ জনের বিরুদ্ধে এ অভিযোগপত্র দেওয়া হয়।
২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি বাঁশখালীর সাধনপুরের একটি পাহাড় থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করে র্যাব। অভিযোগ দেওয়া ২৮ জনের মধ্যে ব্যারিস্টার শাকিলাসহ ২১ জন কারাগারে আছেন।
জঙ্গি তৎপরতায় অর্থসহায়তার অভিযোগে গত বছরের ১৮ আগস্ট ঢাকার ধানমণ্ডি থেকে ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনকে আটক করে র্যাব।