সেচ নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পনের রশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল করিম (৫০) ওই গ্রামের বাসিন্দা আবদুল মালেকের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, সকালে পনের রশিয়া এলাকার একরামুল হক তাঁর জমিতে সেচ দেওয়ার জন্য আবদুল করিমের জমিতে শ্যালোইঞ্জিন স্থাপন করে। এ সময় আব্দুল করিম শ্যালোইঞ্জিন বসাতে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
‘একপর্যায়ে একরামুল ও তাঁর লোকজন লাঠিসোটা ও কোদাল দিয়ে করিমকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ গিয়ে করিমের লাশ উদ্ধার করে।’
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।