ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় আওয়ামী লীগ জয়ী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/20/photo-1458492433.jpg)
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবীর জয়ী হয়েছেন। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবীর বিজয়ী হয়েছেন।
আজ রোববার দিনভর ভোট শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
নায়ার কবীর নৌকা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ১৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি ধানের শীষ প্রর্তীকে পেয়েছেন সাত হাজার ২৮১ ভোট।
এর আগে দুপুর ১২টায় বিএনপির মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি নির্বাচনে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, কেন্দ্র দখল, প্রকাশ্যে ভোট দেওয়া, ককটেল বিস্ফোরণসহ ভোট কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন।