৮ জেলায় গ্যাসের দাবিতে রংপুর বিভাগ সমিতির মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/21/photo-1458518330.jpg)
রংপুর বিভাগের আট জেলায় গ্যাস সরবরাহের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে বৃহত্তর রংপুর বিভাগ সমিতি, ঢাকা।
গতকাল রোববার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে রংপুর বিভাগের আট জেলায় প্রাকৃতিক গ্যাস সরবরাহসহ কুড়িগ্রামে আন্তনগর ট্রেন ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধন কমর্সূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রংপুর বিভাগ সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল নাসের, সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, প্রফেসর হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এ বিভাগে কৃষি, প্রাকৃতিক ও খনিজ সম্পদ রয়েছে। তাই এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গ্যাস সরবরাহ জরুরি। পাশাপাশি উত্তরের জনপদ কুড়িগ্রামকে এগিয়ে নিতে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে কুড়িগ্রাম থেকে ঢাকা আন্তনগর ট্রেন সার্ভিস চালু এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান তাঁরা।