হেফাজতের হুঁশিয়ারি

সংবাদ সম্মেলনে আল্লামা জুনায়েদ বাবুনগরী। ছবি : এনটিভি
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়া হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী শুক্রবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিরও ঘোষণা দেয় সংগঠনটি।
আজ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে হেফাজতে ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। এতে অভিযোগ করে বলা হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়া হলে মুসলিম সম্প্রদায় কখনো তা মেনে নেবে না। তাই ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান হেফাজতের এ নেতা।
সংবিধানের ২ক অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম-অধিকার নিশ্চিত করিবেন।’