নীলফামারীতে বিসিএস শিক্ষা সমিতির কর্মসূচি

চার দফা দাবিতে ডোমারে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মানববন্ধন ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা ১১টার দিকে ডোমার সরকারি কলেজ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডোমার সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল করিমের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের রাজশাহী বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য মো. আবু দাউদ, ডোমার সরকারি কলেজ ইউনিটের তথ্য ও গবেষণা সচিব সহকারী অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন গনি, সংগঠনের সদস্য প্রভাষক মোকাররেমুল হক হেলাল মৃধা, প্রভাষক মো. মিজানুর রহমান ও প্রভাষক নুর মোহাম্মদ মির্জা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।