বাঞ্ছারামপুরে ভোটকেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুর ও ব্যালট পেপার পানিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় হেলাল উদ্দিন আহাম্মদ নামের একজন পোলিং কর্মকর্তা আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সোয়া ১১টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানায়, ১ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রে ইউপি সদস্য পদপ্রার্থী হিরণ মিয়া (আওয়ামী লীগ সমর্থক) ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক সানাউল্লাহ সানির লোকজনের মধ্যে দ্বন্দ্বের জেরে একটি পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে ভোটকেন্দ্রে হামলা চালায়। এ সময় তারা চারটি বুথের চারটি ব্যালট বাক্স গুঁড়িয়ে দেয়। এতে চারটি কক্ষের মেঝেতে ব্যালট এলোমেলোভাবে পড়ে থাকে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. ফজলুল হক জানান, ৪০-৫০ জন হামলাকারী হুট করে ঢুকে সবকিছু ভেঙে তছনছ করে এবং ব্যালট পেপারের বই ছিনিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়। এ সময় তাদের হামলায় পোলিং কর্মকর্তা হেলাল উদ্দিন আহাম্মদ আহত হন।
এদিকে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় বিষ্ণুরামপুর বাজারে সংবাদ সম্মেলন করে উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন বর্জন করে বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি এম এ খালেক নির্বাচন বর্জনের ঘোষণা দেন।