ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে মা-ছেলের লাশ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/22/photo-1458662443.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ছোট বাকাইল গ্রামের পুকুর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত মা ও ছেলে হলেন মজলিশপুরে ছোট বাকাইল গ্রামের মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের স্ত্রী সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য দিলারা বেগম ও তাদের ছেলে ইমামুল হক পলাশ।
নিহতের স্বামী আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে একটি কাজে তিনি শহরে আসেন। কাজ শেষে দুপুরে বাড়ী ফিরে স্ত্রী ও ছেলেকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে তাঁদের লাশ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে এলাকাবাসী জড়ো হয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ বিকেল ৫টায় পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করে।
আনোয়ার হোসেন আরো জানান, ঘটনার সময় বাড়িতে তাঁর স্ত্রী ও ছেলে ছাড়া আর কেউ ছিলেন না।
এদিকে নিহত দিলারা বেগমের বড় ছেলে নাইমুল হক জানান, জায়গাজমি সংক্রান্ত বিষয় নিয়ে চাচার সঙ্গে বিরোধ ছিল তাঁদের। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর মা ও ছোট ভাইকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হতে পারে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান এনটিভি অনলাইকে জানিয়েছেন, মা ও ছেলের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। লাশ দেখার পর প্রথমে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট মা ছেলের মৃত্যু হয়েছে এমন বলা হয়। কিন্তু পুকুরের আশপাশে কোনো বিদ্যুতের লাইন না থাকায় তাদের পরিবারের দাবি হত্যা করে নিহতদের লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে।
ঘটনার বিস্তারিত তদন্তে এই রহস্য উদঘাটিত হবে বলে দাবি করেন এসআই মাহফুজুর। তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে মা ছেলের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে আনোয়ার হোসেনের বাড়ি গিয়ে দেখা যায়, এলাকাবাসী তাঁদের বাড়িতে ভিড় করেছে।