রাঙ্গুনিয়ার কদমতলিতে আওয়ামী লীগ প্রার্থীর জয়

প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রাম জেলার একটি মাত্র ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার কদমতলি ইউনিয়নের এই নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইদ্রিস আসগর।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার এনটিভি অনলাইনকে জানান, চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইদ্রিছ আজগর সাত হাজার ৪১৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২৬৭ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুল হক পেয়েছেন এক হাজার ৭৩৮ ভোট।
সকাল ৮টা থেকে এ ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। তবে এর মধ্যে সাতটি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-র্যাবের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়।
বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুল হকের অভিযোগ, সব কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা জোর করে ভোট নিয়ে ফেলেছেন। ব্যালটের কয়েকটি বান্ডেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। এসবের ছবি তোলার কারণে পুলিশ তার প্রধান নির্বাচনী এজেন্টকে লাঞ্ছিত করেছে বলেও অভিযোগ তাঁর।
স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম জানান, কোনো কেন্দ্রেই তাঁর এজেন্ট ছিল না। তিনি নিজেও নানাভাবে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এটি ভোটের নামে প্রহসন করা হয়েছে বলে মনে করেন স্বতন্ত্র প্রার্থী। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ প্রার্থী জামানত হারাতেন বলে দাবি করেন তিনি।