যশোরে হত্যা মামলার আসামি খুন

যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি রাসেল (২২) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার রাজারহাট মাইক্রোওয়েভ সেন্টারের কাছে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।
খবর পেয়ে পুলিশ রাসেলকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রাসেলের বাড়ি ধোপাপাড়া এলাকায়। তাঁর বাবার নাম আবদুল কুদ্দুস।
পুলিশ সূত্রে জানা যায়, লাশের বুকে ও পেটে ছুরিকাঘাতের কয়েকটি চিহ্ন রয়েছে।
যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) ভাস্কর সাহা বলেন, নিহত রাসেলের বিরুদ্ধে যুবলীগ নেতা আলমগীর হত্যামামলাসহ পাঁচটি মামলা রয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সম্পর্কে পুলিশ কিছু তথ্য পেয়েছে। জড়িত ব্যক্তিদের অচিরেই আটক করা সম্ভব হবে।