খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রী-মেয়ে আটক

খুলনা মহানগরীর বানরগাতি এলাকায় নিজ বাসভবনে নিহত জাকির হোসেন। ছবি : এনটিভি
খুলনা মহানগরীর বানরগাতি এলাকায় নিজ বাসভবনে জাকির হোসেন (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার রাতের ওই ঘটনার পর সোনাডাঙ্গা থানা পুলিশ নিহতের স্ত্রী ও মেয়েকে আটক করেছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে জাকির হোসেকে কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই সময় বাসায় থাকা জাকির হোসেনের স্ত্রী মর্জিনা খাতুন ও তাঁর এক মেয়েকে আটক করে থানায় আনা হয়।
ওসি আরো জানান, ঘটনার পর থেকে মর্জিনার ভাই পলাতক রয়েছেন। তিনি জানান, নিহত জাকির হোসেনের চারজন স্ত্রী রয়েছেন। তাঁদের ধারণা, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে।