সালিসে মাতবরকে কুপিয়ে খুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/26/photo-1458988720.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাড়ির সীমানা নিয়ে সালিস চলাকালে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষ। এ সময় আহত হয়েছে আরো পাঁচজন।
আজ শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সর্দার আবুল ফায়েজ লক্ষ্মা গ্রামেরই বাসিন্দা। তিনিই মাতবর হিসেবে সালিস পরিচালনা করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সীমানা নিয়ে গ্রামের হোসেন মিয়া ও ইসমাইল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনা মীমাংসার জন্য আজ দুপুরে সালিস বসে। সালিসে মাতবর ছিলেন সর্দার আবুল ফয়েজ।
সালিসে কথাকাটাকাটির একপর্যায়ে সর্দার আবুল ফায়েজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় আরো পাঁচজন আহত হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন এনটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।