২ লাখ ৩১ হাজার কৃষককে প্রণোদনা দেবে সরকার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/27/photo-1459085170.jpg)
কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে ২ লাখ ৩১ হাজার প্রান্তিক চাষিকে সরকার এবার ৩৪ কোটি ৯৭ লাখ টাকা প্রণোদনা দেবে। এ ছাড়া কৃষকদের কুমড়াজাতীয় সবজির মাছি পোকা দমনে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে ২ হাজার ৮৮৫ জন কৃষককে ৮৯ লাখ ৪৩ হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে মতিয়া চৌধুরী কৃষি প্রণোদনা মঞ্জুরির কথা উল্লেখ করে বলেন, এবার নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের কৃষকদের প্রণোদনা দেওয়া হবে।
কৃষিমন্ত্রী বলেন, ৫২টি জেলার দুই লাখ ৩১ হাজার কৃষক প্রণোদনার জন্য বিঘা প্রতি ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন। সেচ বাবদ ৪০০ টাকা করে পাবেন। এ ছাড়া এক বিঘা জমির জন্য প্রতি কৃষক পাবেন ১০ কেজি নেরিকা আউশ ধানের বীজ, ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার। সেচ বাবদ ৪০০ টাকা এবং আগাছা দমন বাবদ ৪০০ টাকা করে পাবেন।
এবার ৭০ হাজার ৫০০ মেট্রিক টন উফশী আউশ এবং ১০ হাজার মেট্রিক টন নেরিকা আউশ উৎপাদন হবে বলে কৃষিমন্ত্রী আশা করেন।