মেহেরপুরে বিনামূল্যে তিন হাজার রোগীকে সেবা

মেহেরপুর সদর উপজেলার প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৮টা থেকে উপজেলার শ্যামপুর-শালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘মালিথা বাড়ি’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন বিভাগের সাবেক চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল (অব.) অধ্যাপক মো. আব্দুল ওহাবের নেতৃত্বে ৪০ সদস্যের একটি চিকিৎসক দল বিনামূল্যে এ স্বাস্থ্য সেবা দেয়।
আয়োজকরা জানান, শ্যামপুর গ্রাম ও তার আশপাশের প্রায় তিন হাজার রোগীকে এ সেবা দেওয়া হয়েছে। স্থানীয় চিকিৎসকদের পাশাপাশি ঢাকা থেকে আসা চর্ম ও যৌন বিশেষজ্ঞ, কার্ডিওলজি, অর্থপেডিক্স, মেডিসিন, নাক-কান-গলা বিশেষজ্ঞরা রুগীদের চিকিৎসা সেবা দেন। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এ স্বাস্থ্যসেবা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ সমাজসেবক ইয়ার আলী। গত বছরেও এই সেবা দেওয়া হয়েছিল।