নারায়ণগঞ্জে শুরু হচ্ছে ঢাকা বিভাগীয় ডিজিটাল মেলা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ঢাকা বিভাগীয় ডিজিটাল মেলা শুরু হবে আজ। ওসমানী স্টেডিয়ামে আজ শুরু হয়ে ১০ দিনব্যাপী এ অনুষ্ঠান ৬ এপ্রিল শেষ হবে।
তরুণ প্রজন্মকে প্রযুক্তিবান্ধব ও বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জে ১০ দিনব্যাপী ঢাকা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং নারায়ণগঞ্জ উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জমকালো আয়োজনে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
মেলা উপলক্ষে রোববার বেলা ১১টায় নগরীর পৌর ওসমানী স্টেডিয়ামসংলগ্ন মাঠ মেলা প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা বলেন, তরুণ প্রজন্মকে প্রযুক্তিবান্ধব ও বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তোলা, চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস তাদের সামনে তুলে ধরা, বইয়ের মাধ্যমে দেশ এবং আন্তর্জাতিক সাহিত্য-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও রোমাঞ্চকর অভিজ্ঞতায় তাদের সমৃদ্ধ করা, নারায়ণগঞ্জের ইতিহাস, সাহিত্য সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও ঐতিহ্যবাহী কুটিরশিল্পকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচিতি করানোর মাধ্যমে তাদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রতকরণ এবং দেশের উন্নয়নে তাদের করণীয় সম্পর্কে উদ্বুদ্ধ করাই এ মেলার উদ্দেশ্য।
জেলা প্রশাসক আরো বলেন, মেলায় সবার সম্পৃক্ততায় নারায়ণগঞ্জ উৎসব সর্বজনীন করতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। মেলাঙ্গনকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, মোবাইল কোর্টের পাশাপাশি সার্বক্ষণিক আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া সিসি ক্যামেরা দ্বারা মেলাঙ্গন পর্যবেক্ষণ করা হবে।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘গত বছর মেলায় বখাটেপনার ঘটনা ঘটেছিল। তবে এবার বখাটেমুক্ত মেলাঙ্গন রাখাটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। মেলায় আগত দর্শনার্থীদের জন্য সুপেয় পানি ও ১০টি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে মেলাঙ্গন হওয়ায় শিক্ষার্থীসহ আগত দর্শনার্থীদের চলাচলের সুবিধার্থে সড়কে পর্যাপ্ত ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা, (সার্বিক) মো. গাউছুল আজম, (রাজস্ব) এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর আবদুল্লাহ আল জাকী, জেলা তথ্য অফিসার কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বলেন, মেলায় ১৫৫টি স্টল রয়েছে, যা বিনামূল্যে প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জ উৎসবের বিশেষ আকর্ষণ হচ্ছে ঢাকা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা, বিজ্ঞান মেলা, বইমেলা, কুটিরশিল্প মেলা, জেলা প্রশাসক স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৬-এর চূড়ান্ত পর্ব, ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’ প্রদর্শন, ই-সেবা কার্যক্রম উপস্থাপন, বিশেষ ক্রোড়পত্রর মোড়ক উন্মোচন, চলচ্চিত্র প্রদর্শনী, ফুড ফেস্টিভ্যাল, ড্রোন শো, রোবট শো, প্রতি সন্ধ্যায় টেলিস্কোপের মাধ্যমে তারকা চেনা, মেলাঙ্গনে সার্বক্ষণিক ওয়াই-ফাই ব্যবস্থা ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এ ছাড়া মেলায় প্রতিদিন বিশ্বের প্রথিতযশা বিজ্ঞানীদের জীবনকাহিনীর ওপর এবং পর্যটনবর্ষ হিসেবে ‘আদি ঐতিহ্যের জেলা’ সোনারগাঁয়ে ঐতিহ্যের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শিত হবে। তা ছাড়া গত বছরের মতো এ বছর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীর যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিসেরও ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স ‘নারায়ণগঞ্জ উৎসব’কে সর্বজনীন রূপ দিতে সহযোগিতা কামনা টাইমস নারায়ণগঞ্জ তরুণ প্রজন্মকে প্রযুক্তিবান্ধব ও বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ঢাকা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ এবং নারায়ণগঞ্জ উৎসব। সোমবার (২৮ মার্চ) উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে যা চলবে আগামী ৬ এপ্রিল জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।