অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইনের অনুমোদন
‘অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন, ২০১৬’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ রোববার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘এ আইনের অধীনে একটি অ্যাক্রিডিটেশন কাউন্সিল থাকবে। ওই কাউন্সিল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান যাচাই করে অ্যাক্রিডিটেশন দেবে। যেসব বিশ্ববিদ্যালয় এটা পাবে তারা বিশ্বের অন্যান্য নামি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে।’
শফিউল আলম আরো জানান, এ কাউন্সিল বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মানের বিষয়টি দেখবে। কাউন্সিলে একজন চেয়ারম্যান, চারজন অধ্যাপক, খণ্ডকালীন ছয়জন সদস্য কাজ করবেন। শিক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন।
এ ছাড়া সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন ২০১৬-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ আইনের ব্যাপারে শফিউল আলম বলেন, ‘আইনটি ১৯৮৫ সালের। একে হালনাগাদ করা হয়েছে।’
সভায় রেলওয়ে কনটেইনার পরিবহন সার্ভিসকে একটি স্বতন্ত্র কোম্পানি করার প্রস্তাব অনুমোদন করা হয়।
ক্যাপশন
সচিবালয়ে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা