মেলায় গিয়ে ধর্ষণের শিকার দুই কিশোরী
জামালপুর সদরে বাড়ি থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। এতে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে লাহিড়ীকান্দা বাজারে মেলায় গিয়ে দুজনকে অপহরণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের নান্দিনা বাজার এলাকার ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পুলিশ ও ধর্ষণের শিকার দুই কিশোরীর সঙ্গে কথা বলে জানা গেছে, মেলায় চরকিতে চড়ে দুজন অসুস্থ বোধ করছিল। এ সময় কয়েকজন যুবক তাদের কোমল পানীয় খাইয়ে অচেতন করেন। এরপর তাদের অটোরিকশায় করে তুলে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে নান্দিনা এলাকায় বিধ্বস্ত অবস্থায় এক কিশোরীকে পাওয়া যায়। তার কথামতো আজ ভোরে আরেকজনকে ধানক্ষেত থেকে আরেকজনকে উদ্ধার করা হয়। এ সময় রেজাউল নামের একজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলার সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম রতন জানান, দুই কিশোরীর চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্ষণ বিষয়ে পরীক্ষা করে এ বিষয়ে প্রতিবেদন বিস্তারিত জানানো হবে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে। অন্য ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।