বাড়ি ফেরা হলো না আশা মণির

ঝালকাঠি জেলার নলছিটির রায়াপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী আশা মণি। প্রতিদিনকার মতো আজ বুধবারও ক্লাস শেষে ঝালকাঠি-বরিশাল সড়কপথে বাড়ি ফিরছিল সে।
তবে বাড়ি ফেরা আর হয়নি আশা মণির। সকাল সাড়ে ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্সের চাপায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর বটতলা এলাকায় মারা যায় সে। তাকে চাপা দিয়েই পালিয়ে যায় অ্যাম্বুলেন্সটি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, নিহত আশা মণি বটতলা গ্রামের জাকির হোসেনের মেয়ে। আজ সকালে ক্লাস শেষে বাড়ি ফিরছিল সে। পথে একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান ওসি। খবর পেয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী ও পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আবারও যান চলাচল শুরু হয়।
আশা মণির লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।