খাদ্য কর্মকর্তাকে মারধর, যুবলীগকর্মীকে সাজা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখারুল ইসলামকে মারপিটের দায়ে মশিউর রহমান রানা (৩২) নামে এক যুবলীগকর্মীকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
নির্বাহী হাকিম ও দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমান আজ বুধবার সন্ধ্যায় আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন। মশিউর রহমান রানার বাড়ি দামুড়হুদার ফকিরপাড়া গ্রামে।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মশিউর রহমান ও তাঁর শ্বশুর আরিফুর রহমান আজ বুধবার সকাল সাড়ে ১০টায় দামুড়হুদা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে যান এবং খাদ্য কর্মকর্তা মোফাখখরুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করেন। মারধরের কারণে ওই খাদ্য কর্মকর্তা অচেতন হয়ে যান। পরে তাঁকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যায় স্থানীয় লোকজন রানাকে ধরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।