মেম্বার প্রার্থীদের সংঘর্ষ, প্রাণ গেল একজনের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/31/photo-1459422389.jpg)
জামালপুরের মেলান্দহ উপজেলায় নির্বাচনী সহিংসতায় রফিকুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের উত্তর বালুরচর কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সময় প্রাণ হারান রফিকুল ইসলাম।
জামালপুরের সহকারী পুলিশ সুপার ইউনুস মিয়া দাবি করেন, ধাওয়া-পাল্টাধাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এদিকে আদ্রা ইউনিয়নের আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জোর করে ব্যালট পেপারে সিল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলমসহ অন্তত ১০ জন আহত হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০টি গুলি ছুড়ে। এ ছাড়া মেলান্দহের আদ্রা, মাহমুদপুর, নাংলা ও নয়ানগর ছাড়াও জামালপুর সদর ইউনিয়নের কালিবাড়ি ও ইটাইল ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে আওয়ামী লীগদলীয় প্রার্থীর পক্ষে সিল মারার অভিযোগ করেছেন অন্য প্রার্থীরা।
এদিকে কেন্দ্র দখল, জোর করে ব্যালট পেপারে সিল দেওয়ার অভিযোগে মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বিএনপির প্রার্থী নুরুল হক জঙ্গী, মাহমুদপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী নূরে আলম তালুকদার, আদ্রা ইউনিয়নের বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলম, ফুলকোচা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।