তনু হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে আজ বৃহস্পতিবার বিকেলে তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই অবরোধ ও মানববন্ধন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি মহিলা পরিষদের সভানেত্রী ইসরাত জাহান সোনালী, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি আক্কাস সিকদার, মহিলা পরিষদের আইন বিষয়ক সম্পাদক রাবেয়া কবির শিল্পী, আইনজীবী মানিক আচার্য ও সাংস্কৃতিককর্মী মাহামুদুর রহমান পারভেজ।
এ সময় বক্তারা অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।