নরসিংদীতে জাল ভোটের অভিযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/31/photo-1459439627.jpg)
নরসিংদীর শিবপুর ও বেলাব উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে ভোট ডাকাতি, কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়া, সমর্থকদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণসহ নানা অভিযোগে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও, ভোটদান কক্ষের ভেতরে ছিল ঠিক তার উল্টো চিত্র।
নিয়ম-মাফিক ভোট দেওয়ার কথা থাকলেও কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি। এমনকি ব্যালট পেপারে সিল মারার গোপন কক্ষেও একাধিক লোকের উপস্থিতি দেখা গেছে। ভোট দেওয়ার জন্য ভোটাররা ভোটকেন্দ্রে গেলেও ব্যালট পেপার নাই বলে ফিরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্টের অনুমতি ছাড়া চেয়ারম্যান প্রার্থীদের ব্যালট পেপার দেওয়া হয়নি। তবে সাংবাদিকদের উপস্থিতিতে নতুন বই নিয়ে বসেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। আমলাব ইউনিয়নের ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে লোকজন অবস্থান করলেও ভোট দিতে পারেনি তারা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, ভোট দেওয়ার জন্য কোনো ভোটার নেই।
প্রিজাইডিং কর্মকর্তা জানান, দুপুরের খাবারের সময় হওয়ায় ভোটার উপস্থিত নেই। কিন্তু বাস্তবে তার বক্তব্যের কোনো মিল পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে নৌকার সমর্থকরা মানুষকে ডেকে এনে লাইনে দাঁড় করায়।
আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এদিকে দুপুরে শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোরশেদ আহমেদ নির্বাচন বর্জন করেছেন। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকা, দলীয় নেতাকর্মী ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, কেন্দ্র দখল, জালভোট, ককটেল বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে কর্মী-সমর্থকদের এবং এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ান এই দুই প্রার্থী।
এদিকে দুপুরে পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়া নিয়ে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ওয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সদস্য পদপ্রার্থীকে মারধর করে বের করে দেন প্রতিপক্ষ প্রার্থীর লোকজন। এ ছাড়া নারায়ণপুর ইউনিয়নের দুলালকান্দিতে এক মুক্তিযোদ্ধা প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
বেলাব উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ব্যাপক জালভোট প্রদানের ঘটনা ঘটেছে। পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অল্প বয়সী ছেলেদের দিয়ে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। সবুজ নামের এক কিশোর ভোট দিতে এলে সাংবাদিকরা তাকে চ্যালেঞ্জ করলে সে তার বাবার নাম বলতে পারেনি, সে বলে তার বাবার নাম মনে নেই।
এ সময় নৌকার সমর্থক লোকজন তাকে সেখান থেকে নিয়ে যায়।
শুধু অল্পবয়সী ছেলেরাই নয় মেয়েরাও কোমরে ওড়না বেঁধে নেমে পড়ে জাল ভোট দেওয়ায়।