সুরমা নদী থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সুনামগঞ্জের সুরমা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ছাতক উপজেলা শহরের কাস্টমঘাট এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ চৌধুরী স্থানীয়দের বরাত দিয়ে জানান, কাস্টমঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা এক যুবকের লাশ ভাসতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। এ সময় ওই যুবকের হাত ও পা দড়ি দিয়ে বাঁধা ছিল।
ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।