ঈশ্বরদীর মাইশা সৃজনশীলে মেধা তালিকায় রাজশাহী বিভাগে প্রথম

পাবনার ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোছা. মাঈশা সুলতানা ইমা সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬ প্রতিযোগিতায় ঈশ্বরদী উপজেলা, পাবনা জেলা ও রাজশাহী বিভাগে মেধা তালিকায় বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।
মাঈশা এবার জাতীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬ প্রতিযোগিতায় রাজধানী ঢাকায় অংশ নেবে। মাঈশা পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন খান ও মুরশিদা খানমের প্রথম সন্তান।
মাঈশা বলে, ‘সাহস, অধ্যবসায় ও নিয়মিত সঠিকভাবে পড়াশোনা করলে অন্য সব বন্ধুরাই আমার মতো ভালো রেজাল্ট করতে পারবে বলে আমি বিশ্বাস করি।’ সে আরো বলে, ‘পড়াশোনাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। বেশি বেশি অধ্যায়ন করতে হবে, তাহলেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানো ও স্বপ্ন পূরণ সম্ভব। আমার বাবা-মায়ের পাশাপাশি আমার শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর সহযোগিতা ও পরামর্শের কারণে আজ জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার জন্য আসতে পেরেছি।’