খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানায় ঝালকাঠিতে বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল ও সেচ্ছ্বাসেবক দল।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশের বাধার সামনেই সমাবেশ করে তারা।
জেলা সেচ্ছ্বাসেবক দলের আহ্বায়ক দ্বীন ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, যুব বিষয়ক সম্পাদক রবিউল হোসেন তুহিন ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর জানান, পুলিশ তাঁদের মিছিল করতে দেয়নি। মিছিল শুরু হলে পুলিশ নেতা-কর্মীদের ব্যারিকেড দিয়ে রাখে। পরে পুলিশের ব্যারিকেডর মধ্যেই সমাবেশ করা হয়। তিনি মিছিলে পুলিশের বাধার তীব্র নিন্দা জানান।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে খালেদা জিয়াসহ বিএনপির অন্য নেতা-কর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ারা প্রত্যাহার করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন তাঁরা।