কাঁঠালিয়ায় কলেজছাত্রের লাশ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় রহমাতুল্লাহ আকন নামে কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে কাঁঠালিয়া বাজারের কাপড় ব্যবসায়ী মাহতাব উদ্দিন খলিফার বাসার সামনে থেকে আকনের লাশ উদ্ধার করা হয়।
রহমাতুল্লাহ আকন কাঁঠালিয়া তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও উত্তর আউরা গ্রামের আবদুল হক আকনের ছেলে।
এ ব্যাপারে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, রহমাতুল্লাহ আকনের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ব্যবসায়ী মাহাতাব উদ্দিনের বাসার কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।